1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
মাটি চাপায় ভাঙলো,ভাগ্য বদলের স্বপ্ন - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় প্রাইভেটকার তল্লাশী: গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে ৩৭ লাখ টাকা জব্দ হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি রানা, সম্পাদক সাদী বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন ‘ক্রসফায়ার’ না ‘বন্দুকযুদ্ধ’, ‘আমলনামায়’ কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ে পরিকল্পনা সভা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যবেক্ষণে পাবনায় আইএইএ প্রতিনিধিদল পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভরেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত ধর্ষণবিরোধী সমাবেশে হট্টগোল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস নোয়াখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিচারের দাবি

মাটি চাপায় ভাঙলো,ভাগ্য বদলের স্বপ্ন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৫১ সময় দেখুন,
Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান পাবনার ভাঙ্গুড়ার মনিরুল ইসলাম মিলন (৩১) নামের এক শিক্ষিত যুবক। কিন্তু কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যান তিনি।মুহূর্তেই ভেঙে যায় তার ভাগ্য বদলের স্বপ্ন।এঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয় বলে জানা যায়।নিহত প্রবাসী মিলন উপজেলার ঝবঝবিয়া গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে।স্ত্রী ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। গত বৃহস্পতিবার(২ নভেম্বর) দুপুরে মালয়েশিয়ার মাচাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিকেল ৪টার দিকে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবার সূত্র জানায়,দরিদ্র পরিবারের সন্তান মিলন দেশে বেশ কয়েকটি কোম্পানিতে চাকরি করেছেন।কিন্তু কোন কাজেই তিনি সুবিধা করতে পরছিলেন না। তাই স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন বিদেশে যাওয়ার। গত ৯ মাস আগে ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান মিলন। কিন্তু সেখানে গিয়েও কথা মতো কাজ না পেয়ে হতাশ হন তিনি।পরে সেখান থেকে অন্যত্র পালিয়ে গিয়ে একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ নেন।ঘটনার দিন বৃহস্পতিবার(২ নভেম্বর) সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।হঠাৎ মাটি চাপা পড়ে মিলনসহ তিন প্রবাসী বাংলাদেশি মারা যান।

নিহত মিলনের স্ত্রী সনজুয়ারা খাতুন বলেন,’তাঁর স্বামী মিলন ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান। এখন পর্যন্ত বাড়িতে সে একটি টাকাও পাঠাতে পারেনি।তাই ধারণাদেনাও শোধ করা যায়নি।এর মধ্যে আমাদের ছেড়ে ও চলে গেলো।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। আজ শনিবার (৪ নভেম্বর)ওই বাড়িতে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব। মিলনের লাশ দেশে আনতে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST