ঢাকাSunday , 25 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

কবিতা জাতীয় ফল’ কলমেঃ এইচ মোরশেদ (রতন)

আর এস আই সাগর
December 25, 2022 12:37 am
Link Copied!

জাতীয় ফল
এইচ মোরশেদ (রতন)


বাংলাদেশের জাতীয় ফলের
কদর রয়েছে বিশ্ব দরবারে,
সব খাবারে যোগ কর তাই
হরেক রকম খাবার ও বার্গারে।

কাঁচা কাঁঠালের সবজি রান্না
ভাতের সাথে তরকারী,
কাঁঠাল দ্বারা বাহারী খাবার
জেনে নেব যাহা দরকারি।

কাঁঠালের পাতা ছাগলের খাবার
কাঁঠালের গাছে ফার্নিচার,
পাকা কাঁঠালের রোঁয়াগুলো
মুড়ির সাথে দারুণ খাবার।

পাকা কাঁঠালের উচ্ছিষ্ট অংশ
গরুর জন্য স্বাদের খাবার,
বীচি গুলো ভর্তা করলে
শরীরের জন্য তা পুষ্টিকর।

মাংস থেকে আমিষ আসে
কাঁঠাল থেকেও তাই,
জাতীয় ফলের কদর
তাইতো বেড়ে গেছে ভাই।

বিভিন্ন নামের খাবারের রেসিপি
তৈরি কর কাঁঠাল দিয়ে,
দামী মাংস বাদ দিয়ে তাই
তৈরি কর কাঁঠাল নিয়ে।

বারোমাসি কাঁঠালের জাত
উদ্ভাবন করো গবেষক,
মাংস ছেড়ে কাঁঠাল খাবো
এটাই মোদের শপথ হোক।

জাতীয় ফলের ভরা মৌসুম
হয়ে যাবে বারো মাস,
সব খাবারে জাতীয় ফল
হবে বাঙ্গালীর বিজয় উল্লাস ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।