জাতীয় ফল
এইচ মোরশেদ (রতন)
বাংলাদেশের জাতীয় ফলের
কদর রয়েছে বিশ্ব দরবারে,
সব খাবারে যোগ কর তাই
হরেক রকম খাবার ও বার্গারে।কাঁচা কাঁঠালের সবজি রান্না
ভাতের সাথে তরকারী,
কাঁঠাল দ্বারা বাহারী খাবার
জেনে নেব যাহা দরকারি।কাঁঠালের পাতা ছাগলের খাবার
কাঁঠালের গাছে ফার্নিচার,
পাকা কাঁঠালের রোঁয়াগুলো
মুড়ির সাথে দারুণ খাবার।পাকা কাঁঠালের উচ্ছিষ্ট অংশ
গরুর জন্য স্বাদের খাবার,
বীচি গুলো ভর্তা করলে
শরীরের জন্য তা পুষ্টিকর।মাংস থেকে আমিষ আসে
কাঁঠাল থেকেও তাই,
জাতীয় ফলের কদর
তাইতো বেড়ে গেছে ভাই।বিভিন্ন নামের খাবারের রেসিপি
তৈরি কর কাঁঠাল দিয়ে,
দামী মাংস বাদ দিয়ে তাই
তৈরি কর কাঁঠাল নিয়ে।বারোমাসি কাঁঠালের জাত
উদ্ভাবন করো গবেষক,
মাংস ছেড়ে কাঁঠাল খাবো
এটাই মোদের শপথ হোক।জাতীয় ফলের ভরা মৌসুম
হয়ে যাবে বারো মাস,
সব খাবারে জাতীয় ফল
হবে বাঙ্গালীর বিজয় উল্লাস ।”
Dhaka
,
Friday, 6 December 2024
শিরোনামঃ
চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা
ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন
হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো
ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ
সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক মনিরুজ্জামান ফারুক: সাংবাদিকতার একটি অনন্য প্রতীক
চলনবিলে এসে খালি হাতে ফিরলেন ৫ শতাধিক সৌখিন মাছ শিকারী
সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযা
ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন আলোচনা সভা ও চেক বিতরণ
ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান
কবিতা জাতীয় ফল’ কলমেঃ এইচ মোরশেদ (রতন)
- আর এস আই সাগর
- আপডেটের সময় 12:37 am, Sunday, 25 December 2022
- 118 টাইম ভিউ
Popular Post