নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার জোর বাংলা মাজার শরীফের পীর কেবলা শাহ্ সুফি করিমুল্লাহ, শাহ্ সুফি সলিমুল্লাহ, শাহ্ সুফি মাহাদীউল্লাহর মাজার শরীফে গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাৎসরিক ওরশ শরীফের প্রথম দিনে পীর কেবলা বাবা ইসমাইল শাহ আল-কাদেরী’র পক্ষ থেকে এ গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া থেকে কয়েক’শ ভক্ত নিয়ে এ গিলাফ কাফেলা নিয়ে যান বাবা ইসমাইল শাহ আল-কাদেরী।
জানা যায়, এখানে আধ্যাত্মিক তিন সুফি সাধক ও অলীয়ে কামেল শাহ্ সুফি করিমুল্লাহ, শাহ্ সুফি সলিমুল্লাহ ও শাহ্ সুফি মাহাদীউল্লাহর জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, খতমে কুরআন, জিকির, ফাতেহাসহ বিভিন্ন আয়োজন করা হলেও ওরশ কেন্দ্রীক কোন ধরনের গান বাজনার আয়োজন দেখা যায়না।