ঢাকাTuesday , 7 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

প্রেক্ষাগৃহে নয় টিভিতে দেখা যাবে ‘রেডিও’

Ckotha247
March 7, 2023 2:25 pm
Link Copied!

 

বিনোদন নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কেন্দ্র করে নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘রেডিও’। সিনেমাটি আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরে প্রেক্ষাগৃহে ‘রেডিও’ মুক্তি পাবে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘রেডিও’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই পরিচালক মামুন জানালেন এই তথ্য। বললেন, মঙ্গলবার বিকেল ৩টায় সিনেমাটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। পরে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।

মামুন আরও বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত রেডিও চলচ্চিত্রটি দলিল হিসেবে থাকার মতো। ইচ্ছে আছে পৃথিবীর বড়বড় উৎসবে চলচ্চিত্রটি পাঠাব।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রেডিও চলচ্চিত্রের প্রযোজক মোজাম্মেল হোসেন চৌধুরী, ছবির অন্যতম অভিনেতা চিত্রনায়ক রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা, মনোরঞ্জন ঘোষাল, ফিল্ম আর্কাইভের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকব। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে কোনোরকম শর্ত ছাড়াই আমি রাজি হই।

রেডিও চলচ্চিত্রে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।