নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুরে উপজেলার উত্তর মেন্দা-খালপাট ছাবের আলী হাফিজিয়া মাদ্রাসায় প্রায় অর্ধ শতাধিক ছাত্রদের মাঝে উপহার হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা কামাল হোসেনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কামাল হোসেনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন, জীবন হোসেন বকুল, আমির হোসেন সুমন ও শাহিদুল ইসলাম।
ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর পৌরসভার বিক্রমপুর মহল্লার আলহাজ্ব ডা: মাহবুব উল-আলমের ছোট ছেলে। শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে কামাল হোসেনের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।