ঢাকাSaturday , 30 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়িকে জেলহাজতে প্রেরণ

নিউজ ডেস্ক
September 30, 2023 6:06 pm
Link Copied!

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় জুয়ার আসর থেকে আটক ৫ জুয়াড়িকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এরা হলেন,ময়নুল হাসান(২৪),নায়েব আলী (৩০),লাল চাঁদ(৩০),হযরত আলী (৩০) ও জাকিরুল ইসলাম(৩৫)।আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।এর আগে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চক্রপাড়া গ্রামের জুয়ার আসর থেকে তাঁদেরকে আটক করে থানা-পুলিশ।

আটককৃতরা উপজেলার ভেড়ামারা পূর্বপাড়া ও চক্রপাড়া গ্রামের বাসিন্দা।এসময় সেখান থেকে নগদ ৫,৫০০ শ’ টাকা ও দুটি মোবাইল ফোনসহ জুয়া খেলায় ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান,১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।আজ শনিবার সকালে পাবনা আদালতের মাধ্যমে তাঁদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।