ঢাকাWednesday , 9 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

Link Copied!

ভাঙ্গুড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

দৈনিক চলনবিলের কথা ডেস্ক


মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় ৪১টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার সবগুলো উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাচাই-বাছাই শেষে উপজেলায় ১০০জন ভূমিহীন ও গৃহহীন চিহ্নিত করা হয়। প্রকল্পটির প্রথম পর্যায়ে ১১টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি, তৃতীয় পর্যায়ে ২৬টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১২টি এবং চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪১টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আফিয়া সুলতানা আঁখি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।