Dhaka , Thursday, 2 May 2024
www.dainikchalonbilerkotha.com

পাবনা জেনারেল হাসপাতালে ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট চালু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


নবজাতকের মৃত্যুর হার কমাতে পাবনায় ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট চালু হয়েছে।আজ বুধবার(৬ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে এ ইউনিট চালু করা হয়।হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান ক্যাংগারু ইউনিটের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: শাফিকুল হাসান,সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান শিশু ডা: পরিমল কুমার পাল, ডা: নীতিশ কুমার, পাবনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বিএমএ সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,সিনিয়র কন্সাল্টেন্ট মেডিসিন ডা: সালেহ মোহাম্মদ আলী,গাইনি কন্সাল্টেন্ট ডা: সাবেরা সুলতানা আসমানী,ডা: জাহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান বলেন,’ইনকিউবেটরের বিকল্প হিসাবে অপুষ্টিজনিত এবং কম ওজনে জন্ম নেওয়া নবজাতকের প্রাণ বাঁচাতে ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট
বেশ জনপ্রিয়।হাসপাতালের আলাদা ৪ টি বেড নিয়ে এই ইউনিট চালু করা হয়েছে। এতে করে নবজাতকের মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পাবনা জেনারেল হাসপাতালে ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট চালু

আপডেটের সময় 07:12 pm, Wednesday, 6 December 2023

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


নবজাতকের মৃত্যুর হার কমাতে পাবনায় ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট চালু হয়েছে।আজ বুধবার(৬ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে এ ইউনিট চালু করা হয়।হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান ক্যাংগারু ইউনিটের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: শাফিকুল হাসান,সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান শিশু ডা: পরিমল কুমার পাল, ডা: নীতিশ কুমার, পাবনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বিএমএ সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,সিনিয়র কন্সাল্টেন্ট মেডিসিন ডা: সালেহ মোহাম্মদ আলী,গাইনি কন্সাল্টেন্ট ডা: সাবেরা সুলতানা আসমানী,ডা: জাহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান বলেন,’ইনকিউবেটরের বিকল্প হিসাবে অপুষ্টিজনিত এবং কম ওজনে জন্ম নেওয়া নবজাতকের প্রাণ বাঁচাতে ক্যাংগারু মাদার কেয়ার ইউনিট
বেশ জনপ্রিয়।হাসপাতালের আলাদা ৪ টি বেড নিয়ে এই ইউনিট চালু করা হয়েছে। এতে করে নবজাতকের মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।’