Dhaka , Wednesday, 11 September 2024
www.dainikchalonbilerkotha.com

মাদারীপুরের রাসূলনোমা দরবারের ওরসের তারিখ ঘোষণা

 

শেখ সাখাওয়াত হোসেন
চলনবিলের কথা ডেস্ক

 

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাসূল নোমা দরবার শরীফের তিন দিনব্যাপী ওরস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। এই ওরস শরীফ অনুষ্ঠিত হবে আগামী মাসের ২০, ২১, ২২ ফেব্রুয়ারী ৭, ৮, ৯ ফাল্গুন রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার।মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জারচর গ্রামে আনুষ্ঠানিকভাবে ৩৮তম ওরস শরীফ শুরু হবে।

ওরশ শরীফের দিন ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষকে দরবারে ভিড় জমাতে থাকে ওরস শরীফ প্রাঙ্গণে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে।

মানত পরিশোধ, রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে।

তিন দিনের এই ওরসে প্রতি ওয়াক্তই কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের দরবারে বসে খান ভক্ত ও দর্শনার্থীরা। ওরস উপলক্ষে দরবারের সামনে তিনদিনের মেলাও বসে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জারচর গ্রামের ওলিয়ে কামেল সৈয়দ নূরী বাবা আলাউদ্দীন শাহ্ আল-কাদেরী কেবলা কাবা একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্মপালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মত আধ্যাত্মিক শক্তি ছিল। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। ভক্তদের সংখ্যা বাড়লে তার নিজ বাড়িতে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। বর্তমানে ৩৮তম (প্রতি বছরে একবার) ওরস চলছে এই দরবারে। গাউছে জামান সৈয়দ নূরী বাবা আলাউদ্দীন শাহ্ আল-কাদেরী কেবলা কাবা’র মাজারের ওরস উপলক্ষে মেলা বসে এবং বর্তমান পীরের আতিথেয়তায় খুশি হন বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা।

রাসূল নোমা দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর সাহেব মাওলানা শাহ্ আব্দুর রশিদ নূরী আল-কাদেরী দৈনিক চলনবিলের কথাকে জানান, তিন দিনব্যাপী ওরস শরীফে রাসূলনোমা দরবার শরীফের খলিফা, পীর সাহেবগন ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন করবেন। যেহেতু দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসে সেজন্য আমরা বিনামূল্যে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। যে যার মতো উঠোনে, মাঠে, দরবার শরীফে ও মসজিদের বারান্দায় ঘুমায় কোন সমস্যা হয় না। মহিলাদের ঘুমানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। এত মানুষের সমাগম হওয়ার পরেও কোনো বিশৃঙ্খলা নেই এ দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।

উক্ত ওরস মাহফিলে গিলাফ কাফেলা নিয়ে যান রাসূল নোমা দরবার শরীফের খলিফা মাওলানা বাবা ইসমাইল শাহ্ আল-কাদেরী। প্রতি বছরের ন্যায় এবারও তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লা থেকে গিলাফ কাফেলা নিয়ে যাবেন বলে দৈনিক চলনবিলের কথাকে নিশ্চিত করেছেন।

উক্ত মাহফিলে পরিচালনা ও মোনাজাত করবেন বর্তমান গদ্দীনশীন পীর সাহেব মাওলানা শাহ্ আব্দুর রশিদ নূরী আল-কাদেরী।

মাদারীপুরের রাসূলনোমা দরবারের ওরসের তারিখ ঘোষণা

আপডেটের সময় 10:51 pm, Thursday, 11 January 2024

 

শেখ সাখাওয়াত হোসেন
চলনবিলের কথা ডেস্ক

 

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাসূল নোমা দরবার শরীফের তিন দিনব্যাপী ওরস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। এই ওরস শরীফ অনুষ্ঠিত হবে আগামী মাসের ২০, ২১, ২২ ফেব্রুয়ারী ৭, ৮, ৯ ফাল্গুন রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার।মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জারচর গ্রামে আনুষ্ঠানিকভাবে ৩৮তম ওরস শরীফ শুরু হবে।

ওরশ শরীফের দিন ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষকে দরবারে ভিড় জমাতে থাকে ওরস শরীফ প্রাঙ্গণে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে।

মানত পরিশোধ, রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে।

তিন দিনের এই ওরসে প্রতি ওয়াক্তই কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের দরবারে বসে খান ভক্ত ও দর্শনার্থীরা। ওরস উপলক্ষে দরবারের সামনে তিনদিনের মেলাও বসে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জারচর গ্রামের ওলিয়ে কামেল সৈয়দ নূরী বাবা আলাউদ্দীন শাহ্ আল-কাদেরী কেবলা কাবা একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্মপালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মত আধ্যাত্মিক শক্তি ছিল। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। ভক্তদের সংখ্যা বাড়লে তার নিজ বাড়িতে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। বর্তমানে ৩৮তম (প্রতি বছরে একবার) ওরস চলছে এই দরবারে। গাউছে জামান সৈয়দ নূরী বাবা আলাউদ্দীন শাহ্ আল-কাদেরী কেবলা কাবা’র মাজারের ওরস উপলক্ষে মেলা বসে এবং বর্তমান পীরের আতিথেয়তায় খুশি হন বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা।

রাসূল নোমা দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর সাহেব মাওলানা শাহ্ আব্দুর রশিদ নূরী আল-কাদেরী দৈনিক চলনবিলের কথাকে জানান, তিন দিনব্যাপী ওরস শরীফে রাসূলনোমা দরবার শরীফের খলিফা, পীর সাহেবগন ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন করবেন। যেহেতু দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসে সেজন্য আমরা বিনামূল্যে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। যে যার মতো উঠোনে, মাঠে, দরবার শরীফে ও মসজিদের বারান্দায় ঘুমায় কোন সমস্যা হয় না। মহিলাদের ঘুমানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। এত মানুষের সমাগম হওয়ার পরেও কোনো বিশৃঙ্খলা নেই এ দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।

উক্ত ওরস মাহফিলে গিলাফ কাফেলা নিয়ে যান রাসূল নোমা দরবার শরীফের খলিফা মাওলানা বাবা ইসমাইল শাহ্ আল-কাদেরী। প্রতি বছরের ন্যায় এবারও তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লা থেকে গিলাফ কাফেলা নিয়ে যাবেন বলে দৈনিক চলনবিলের কথাকে নিশ্চিত করেছেন।

উক্ত মাহফিলে পরিচালনা ও মোনাজাত করবেন বর্তমান গদ্দীনশীন পীর সাহেব মাওলানা শাহ্ আব্দুর রশিদ নূরী আল-কাদেরী।