ঢাকাSunday , 2 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জের কালিবাড়ীতে শারদীয় দূর্গােৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Ckotha247
October 2, 2022 9:14 am
Link Copied!

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জ শহরের কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির উদ্যোগে আলোচনা, ক্রেস্ট প্রদান ও সাংস্কুৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটিরআয়োজনে

শনিবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ।

তিনি তার বক্তব্যে বলেন, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যে, ধর্ম
যার যার উৎসব সবার। আসলে ধর্ম হলো অন্তরের বিষয়। যে যখন যে ভাবে বিশ্বাস করে। আমাদের ইসলাম ধর্মে শিয়া, সুন্নী অনেক মাযাহাব রয়েছে ফেতনা রয়েছে। সব কিছুর উর্ধ্বে হলো মানুষের মন ও ধর্ম নিরপেক্ষতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তৌফিকা আহমেদ, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটি’র সভাপতি মোঃ আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।

এসময় কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের অনেকে উপস্থিত ছিলেন।

মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনধর্মাম্বলী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বস্ত্র উপহার দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়রসচিব কবির বিন অনোয়ার (অপু) ও বিশেষ অতিথি আঞ্জুমান মফিদুল ইসলামের সহ-সভাপতি সহধর্মিণী তৌফিকা আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।