Dhaka , Sunday, 5 May 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ

মাটির পৃথিবী মোঃ নুরুজ্জামান সবুজ

মাটির পৃথিবী
মোঃ নুরুজ্জামান সবুজ


যন্ত্রণা দগ্ধ এই পৃথিবী নীল কষ্টে –
নীল যমুনার ঢেউয়ের মতো দুলে ওঠে।

বেদনার নীলাকাশ এখন পিঙ্গল –
সাদা সাদা মেঘেরা হারিয়ে যায়
তৃষ্ণিত পাহাড়ের ওপারে।

পৃথিবীকে ঘিরে গুমোট বাউরি বাতাস
হতাশার আগুনে ছড়িয়ে দেয়-
হৃদয় পোড়া গন্ধ।

সময়ের স্রোতে স্বপ্নরা পুড়ে হয় ছাই
অস্পৃশ্য বিরান বধ্যভুমিতে-
বোধের আত্মাহুতি দেখে দেখে।

বায়ু, ঈশান, অগ্নি, নৈঋত নির্বাক;
উত্তর, দক্ষিণ,পূর্ব, পশ্চিম নিশ্চুপ ;
অবসন্নতায় উর্ধ্ব অর্ধ এখন নিথর-
স্পন্দন হীন মাটির এই পৃথিবী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট বর্জনের আহ্বান জানিয়ে ভাঙ্গুড়া বিএনপির লিফলেট বিতরণ

মাটির পৃথিবী মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:35 am, Friday, 11 August 2023

মাটির পৃথিবী
মোঃ নুরুজ্জামান সবুজ


যন্ত্রণা দগ্ধ এই পৃথিবী নীল কষ্টে –
নীল যমুনার ঢেউয়ের মতো দুলে ওঠে।

বেদনার নীলাকাশ এখন পিঙ্গল –
সাদা সাদা মেঘেরা হারিয়ে যায়
তৃষ্ণিত পাহাড়ের ওপারে।

পৃথিবীকে ঘিরে গুমোট বাউরি বাতাস
হতাশার আগুনে ছড়িয়ে দেয়-
হৃদয় পোড়া গন্ধ।

সময়ের স্রোতে স্বপ্নরা পুড়ে হয় ছাই
অস্পৃশ্য বিরান বধ্যভুমিতে-
বোধের আত্মাহুতি দেখে দেখে।

বায়ু, ঈশান, অগ্নি, নৈঋত নির্বাক;
উত্তর, দক্ষিণ,পূর্ব, পশ্চিম নিশ্চুপ ;
অবসন্নতায় উর্ধ্ব অর্ধ এখন নিথর-
স্পন্দন হীন মাটির এই পৃথিবী।