Dhaka , Saturday, 27 April 2024
www.dainikchalonbilerkotha.com

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সাথে হানিফ বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাস স্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

এ ছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল জানান, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও ২ জন মারা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

আপডেটের সময় 10:45 pm, Thursday, 22 February 2024

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সাথে হানিফ বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাস স্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

এ ছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল জানান, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও ২ জন মারা গেছে।