Dhaka , Tuesday, 17 September 2024
www.dainikchalonbilerkotha.com

সভ্যতা ও উলঙ্গ মনিপুর মোঃ নুরুজ্জামান সবুজ

সভ্যতা ও উলঙ্গ মনিপুর

মোঃ নুরুজ্জামান সবুজ

প্রতিদিন অস্বাভাবিক নৈতিক স্খলন দেখে
মাটির এই পৃথিবী নীরবে কাঁদে;
পৈশাচিক অট্টহাসি দিয়ে
অমানুষেরা উল্লাস করে
যৌবনবতীর বস্ত্রহরণ উৎসবে।

সভ্যতায় কলংক লেপ্টে উলঙ্গ হয়ে যায় মণিপুর
লজ্জারা লজ্জা পায়। কাঁদে না মানুষ!
কাঁদে মা মাটি ; কাঁদে এ পৃথিবী।

বস্ত্রহীনের কণ্ঠে আকুতি
তুমি বাবা,তুমি ভাই, উদোম গা ঢাকার
একটু কাপড় চাই ;হে ভগবান রক্ষা করো-
কেউ শোনেনি সে আকুল আকুতি ।

রক্ষকেরা ভক্ষক, লালপানিতে ভাসে
আকাশ বাতাস থমকে থেমে মুর্চ্ছা যায়
আসমান জমীন কেঁপে ওঠে।

রণরক্তরিরংসার ফসিল মণিপুর
বেদনার নীলে মুখে থুবড়ে পড়ে
চির সুখের দেশ হয়না এই পৃথিবী।

সভ্যতা ও উলঙ্গ মনিপুর মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 10:01 pm, Monday, 31 July 2023

সভ্যতা ও উলঙ্গ মনিপুর

মোঃ নুরুজ্জামান সবুজ

প্রতিদিন অস্বাভাবিক নৈতিক স্খলন দেখে
মাটির এই পৃথিবী নীরবে কাঁদে;
পৈশাচিক অট্টহাসি দিয়ে
অমানুষেরা উল্লাস করে
যৌবনবতীর বস্ত্রহরণ উৎসবে।

সভ্যতায় কলংক লেপ্টে উলঙ্গ হয়ে যায় মণিপুর
লজ্জারা লজ্জা পায়। কাঁদে না মানুষ!
কাঁদে মা মাটি ; কাঁদে এ পৃথিবী।

বস্ত্রহীনের কণ্ঠে আকুতি
তুমি বাবা,তুমি ভাই, উদোম গা ঢাকার
একটু কাপড় চাই ;হে ভগবান রক্ষা করো-
কেউ শোনেনি সে আকুল আকুতি ।

রক্ষকেরা ভক্ষক, লালপানিতে ভাসে
আকাশ বাতাস থমকে থেমে মুর্চ্ছা যায়
আসমান জমীন কেঁপে ওঠে।

রণরক্তরিরংসার ফসিল মণিপুর
বেদনার নীলে মুখে থুবড়ে পড়ে
চির সুখের দেশ হয়না এই পৃথিবী।