Dhaka , Sunday, 5 May 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ

সভ্যতা ও উলঙ্গ মনিপুর মোঃ নুরুজ্জামান সবুজ

সভ্যতা ও উলঙ্গ মনিপুর

মোঃ নুরুজ্জামান সবুজ

প্রতিদিন অস্বাভাবিক নৈতিক স্খলন দেখে
মাটির এই পৃথিবী নীরবে কাঁদে;
পৈশাচিক অট্টহাসি দিয়ে
অমানুষেরা উল্লাস করে
যৌবনবতীর বস্ত্রহরণ উৎসবে।

সভ্যতায় কলংক লেপ্টে উলঙ্গ হয়ে যায় মণিপুর
লজ্জারা লজ্জা পায়। কাঁদে না মানুষ!
কাঁদে মা মাটি ; কাঁদে এ পৃথিবী।

বস্ত্রহীনের কণ্ঠে আকুতি
তুমি বাবা,তুমি ভাই, উদোম গা ঢাকার
একটু কাপড় চাই ;হে ভগবান রক্ষা করো-
কেউ শোনেনি সে আকুল আকুতি ।

রক্ষকেরা ভক্ষক, লালপানিতে ভাসে
আকাশ বাতাস থমকে থেমে মুর্চ্ছা যায়
আসমান জমীন কেঁপে ওঠে।

রণরক্তরিরংসার ফসিল মণিপুর
বেদনার নীলে মুখে থুবড়ে পড়ে
চির সুখের দেশ হয়না এই পৃথিবী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট বর্জনের আহ্বান জানিয়ে ভাঙ্গুড়া বিএনপির লিফলেট বিতরণ

সভ্যতা ও উলঙ্গ মনিপুর মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 10:01 pm, Monday, 31 July 2023

সভ্যতা ও উলঙ্গ মনিপুর

মোঃ নুরুজ্জামান সবুজ

প্রতিদিন অস্বাভাবিক নৈতিক স্খলন দেখে
মাটির এই পৃথিবী নীরবে কাঁদে;
পৈশাচিক অট্টহাসি দিয়ে
অমানুষেরা উল্লাস করে
যৌবনবতীর বস্ত্রহরণ উৎসবে।

সভ্যতায় কলংক লেপ্টে উলঙ্গ হয়ে যায় মণিপুর
লজ্জারা লজ্জা পায়। কাঁদে না মানুষ!
কাঁদে মা মাটি ; কাঁদে এ পৃথিবী।

বস্ত্রহীনের কণ্ঠে আকুতি
তুমি বাবা,তুমি ভাই, উদোম গা ঢাকার
একটু কাপড় চাই ;হে ভগবান রক্ষা করো-
কেউ শোনেনি সে আকুল আকুতি ।

রক্ষকেরা ভক্ষক, লালপানিতে ভাসে
আকাশ বাতাস থমকে থেমে মুর্চ্ছা যায়
আসমান জমীন কেঁপে ওঠে।

রণরক্তরিরংসার ফসিল মণিপুর
বেদনার নীলে মুখে থুবড়ে পড়ে
চির সুখের দেশ হয়না এই পৃথিবী।