ঢাকাMonday , 31 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

সভ্যতা ও উলঙ্গ মনিপুর মোঃ নুরুজ্জামান সবুজ

Link Copied!

সভ্যতা ও উলঙ্গ মনিপুর

মোঃ নুরুজ্জামান সবুজ

প্রতিদিন অস্বাভাবিক নৈতিক স্খলন দেখে
মাটির এই পৃথিবী নীরবে কাঁদে;
পৈশাচিক অট্টহাসি দিয়ে
অমানুষেরা উল্লাস করে
যৌবনবতীর বস্ত্রহরণ উৎসবে।

সভ্যতায় কলংক লেপ্টে উলঙ্গ হয়ে যায় মণিপুর
লজ্জারা লজ্জা পায়। কাঁদে না মানুষ!
কাঁদে মা মাটি ; কাঁদে এ পৃথিবী।

বস্ত্রহীনের কণ্ঠে আকুতি
তুমি বাবা,তুমি ভাই, উদোম গা ঢাকার
একটু কাপড় চাই ;হে ভগবান রক্ষা করো-
কেউ শোনেনি সে আকুল আকুতি ।

রক্ষকেরা ভক্ষক, লালপানিতে ভাসে
আকাশ বাতাস থমকে থেমে মুর্চ্ছা যায়
আসমান জমীন কেঁপে ওঠে।

রণরক্তরিরংসার ফসিল মণিপুর
বেদনার নীলে মুখে থুবড়ে পড়ে
চির সুখের দেশ হয়না এই পৃথিবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।