Dhaka , Monday, 6 May 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ

চাটমোহর উপজেলা আ. লীগের সভাপতি নজরুল ইসলামের ইন্তেকাল

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানা জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এস এম নজরুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান।

 

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ জুমা চাটমোহর বালুচর খেলার মাঠে নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর নিজ গ্রাম উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

তাঁর মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট বর্জনের আহ্বান জানিয়ে ভাঙ্গুড়া বিএনপির লিফলেট বিতরণ

চাটমোহর উপজেলা আ. লীগের সভাপতি নজরুল ইসলামের ইন্তেকাল

আপডেটের সময় 09:34 am, Friday, 23 February 2024

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানা জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এস এম নজরুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান।

 

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ জুমা চাটমোহর বালুচর খেলার মাঠে নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর নিজ গ্রাম উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

তাঁর মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।