ঢাকাMonday , 9 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে বাংলালিংক

নিউজ ডেস্ক
January 9, 2023 4:14 pm
Link Copied!

নিউজ ডেস্ক 

ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৩: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ইনফরমেশন সিকিউরিটিতে আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হয়। নিরীক্ষা, মান যাচাই ও সনদায়নের জন্য সারা বিশ্বে পরিচিত প্রতিষ্ঠান বিরাউ ভেরিটাস বাংলালিংক-কে এই সনদ প্রদান করেছে। বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হোসেইন তার্কার, বাংলালিংক-এর টেকনোলজি গভর্নেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ডেপুটি ডিরেক্টর তাহরুল আমিন ও অন্যান্য নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা সনদটি গ্রহণ করেন।

 

আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন একটি নিরীক্ষাযোগ্য আন্তর্জাতিক মানদণ্ড, যা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএসএমএস) প্রয়োজনীয় শর্তগুলিকে প্রতিফলিত করে। এটি তথ্যের নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রনের জন্য ব্যবহৃত কিছু নীতিমালা, পদ্ধতি, প্রক্রিয়া ও কার্যপ্রণালীর সমন্বিত ব্যবস্থা।

 

এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সার্বিক ঝুঁকি নিরীক্ষাসহ এমন একটি ব্যবস্থাপনা, যা প্রতিষ্ঠানগুলিকে নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা কমিয়ে নিয়ন্ত্রণ ব্যবস্থার মান বজায় রাখতে সাহায্য করে।

 

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “সাইবার নিরাপত্তা আমাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা দেওয়ার প্রচেষ্টার একটি বিশেষ অংশ। এই সম্মানজনক স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলালিংক-এর ব্যবস্থাপনায় সাইবার নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে বাংলালিংক আবারও ডিজিটাল অপারেটর হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে।”

 

বিরাউ ভেরিটাস-এর সার্টিফিকেশন কর্তৃপক্ষের প্রতিনিধি বলেন, ” আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন প্রমাণ করে যে, বাংলালিংক সাধারণ গ্রাহক, ক্লায়েন্ট ও সাপ্লায়ারদের স্বার্থ রক্ষায় উন্নত ইনফরমেশন সিকিউরিটি ব্যবস্থার পদ্ধতিগুলি অনুসরণ করে। এটি বাংলালিংক-কে সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।