নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসকে গুলি করে হত্যার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৫০), ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪০) ও গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৮)।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ১৮/২০ জন মুখোশধারী দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চার রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নিহত আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ ৯ বছর দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং ৫ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের বড় ছেলে এস এম রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।