Dhaka , Thursday, 2 May 2024
www.dainikchalonbilerkotha.com

বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

 

দৈনিক চলনবিলের কথা ডেস্ক

 

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
চাঁদপুরে বাবা বশিরুল্লাহ পাটওয়ারীকে মারধর করায় ছেলে ফারুক হোসেনকে (৩৫) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি জানান, সকালে বাগাদীতে বাবাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, কারাদন্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় ও ছোট একজন রয়েছে। সে এক সময় সিএনজি চালাতো। মাদকে জড়িয়ে বিপদগামী হয় ফারুক। ফলে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়। বাবার সঙ্গে তিনি এ ধরনের আচরণ প্রায় করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন- চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

আপডেটের সময় 06:33 pm, Sunday, 25 February 2024

 

দৈনিক চলনবিলের কথা ডেস্ক

 

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
চাঁদপুরে বাবা বশিরুল্লাহ পাটওয়ারীকে মারধর করায় ছেলে ফারুক হোসেনকে (৩৫) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি জানান, সকালে বাগাদীতে বাবাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, কারাদন্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় ও ছোট একজন রয়েছে। সে এক সময় সিএনজি চালাতো। মাদকে জড়িয়ে বিপদগামী হয় ফারুক। ফলে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়। বাবার সঙ্গে তিনি এ ধরনের আচরণ প্রায় করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন- চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।