ঢাকাMonday , 20 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত; অর্ধ লাখ টাকা জরিমানা আদায়

Ckotha247
February 20, 2023 10:02 pm
Link Copied!

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) ভাঙ্গুড়া উপজেলার ২১টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

ওই সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইন্সেস না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। অভিযানে তাকে সহায়তা প্রদান করেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, থানার কনস্টেবল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩টি, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭টি এবং দন্ডবিধি ১৮৮ ধারায় ১টি মোট ২১টি মামলা দায়ের হয়। এসকল মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’ ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।