নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) ভাঙ্গুড়া উপজেলার ২১টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ওই সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইন্সেস না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। অভিযানে তাকে সহায়তা প্রদান করেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, থানার কনস্টেবল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩টি, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭টি এবং দন্ডবিধি ১৮৮ ধারায় ১টি মোট ২১টি মামলা দায়ের হয়। এসকল মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’ ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।