দেশাত্ববোধক গান, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কলেজের প্রভাষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে কলেজের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার অধ্যক্ষ মো. মুমিনুল হাসান।
কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসান বলেন, বাঙালি জাতিই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। এটি আমাদের গর্বের বিষয়। যারা এ মহান দিনটিকে পাওয়ার জন্য জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই বলেও তিনি মন্তব্য করেন।