শরীয়তপুরের জাজিরা উপজেলায় বন্য প্রাণী থেকে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। নিজের পাতা সেই ফাঁদে স্ত্রীসহ প্রাণ হারান তিনি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাজিরা নাওডোবা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম একসঙ্গে ভুট্টাখেতে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শেফালী স্বামীকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, নাওডোবা এলাকায় ফসলের খেতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।