Dhaka , Friday, 3 May 2024
www.dainikchalonbilerkotha.com

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক-২

 

দৈনিক চলনবিলের কথা ডেস্ক

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেলপথের শীলা ব্রিজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০টি ক্লিপ জব্দ করা হয়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর বলা যাবে, তাদের উদ্দেশ্য নাশকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক-২

আপডেটের সময় 09:03 am, Tuesday, 20 February 2024

 

দৈনিক চলনবিলের কথা ডেস্ক

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেলপথের শীলা ব্রিজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০টি ক্লিপ জব্দ করা হয়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর বলা যাবে, তাদের উদ্দেশ্য নাশকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।