1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
আধা ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া স্বামী- স্ত্রীর দাফন সম্পন্ন - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাঁনমরিচ ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন সিংড়ায় প্রাইভেটকার তল্লাশী: গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে ৩৭ লাখ টাকা জব্দ হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি রানা, সম্পাদক সাদী বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন ‘ক্রসফায়ার’ না ‘বন্দুকযুদ্ধ’, ‘আমলনামায়’ কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ে পরিকল্পনা সভা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যবেক্ষণে পাবনায় আইএইএ প্রতিনিধিদল পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভরেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত ধর্ষণবিরোধী সমাবেশে হট্টগোল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

আধা ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া স্বামী- স্ত্রীর দাফন সম্পন্ন

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ সময় দেখুন,
Spread the love

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় প্রায় আধাঘন্টার ব্যবধানে মারা যাওয়া সরোয়ার হোসেন (৩৫) ও লাইলি খাতুন(৩০) দম্পতির মরদেহ দুটি পাশাপাশি কবরস্থ করা হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জানাযার নামাজ শেষে স্থানীয় ভেড়ামারা কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ) দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী লাইলি খাতুন। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে স্ত্রীর বিয়োগ ব্যাথা সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী সরোয়ারও। তাদের বাড়ি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামে। আট বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাদের।হৃদয় বিদারক এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ মৃত দম্পতিকে এক নজর দেখার জন্য ভিড় করেন ওই বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় এক যুগ আগে ভালোবেসে সংসার পেতেছিলেন
সরোয়ার ও লাইলি দম্পতি।বেশ কয়েক দিন ধরে হার্ডের অসুখে ভুগছিলেন স্ত্রী লাইলি খাতুন। গতকাল মঙ্গলবার দুপুরে লাইলির শরীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই মারা যান লাইলি।স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে প্রায় আধা ঘণ্টার মধ্যেই মারা যান স্বামী সরোয়ারও।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন,’স্ত্রীর মৃত্যু দেখে স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারে।’

পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,প্রায় ৩০ মিনিট সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যু খুবই দুঃখ জনক।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST