Dhaka , Friday, 3 May 2024
www.dainikchalonbilerkotha.com

ভাঙ্গুড়ায় নব নিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামানের সাথে ভাঙ্গুড়া উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি প্রমুখ।

 

এদিন দুপুরে প্রাথমিক শিক্ষার মান্নোয়নে উপজেলার ৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথেওমতবিনিময় করেন জেলা প্রশাসক।এসময় তিনি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।এছাড়া উপজেলার চরভাঙ্গুড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগী পরিবারগুলোর শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

সভায় জেলা প্রশাসক বলেন,সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপরিকল্পনা করেন,সেগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের।এ ক্ষেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন,‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণ’।২০৪১ সালের মধ্যে এটি আমাদের স্মার্ট বাংলাদেশ হবে।সেজন্য আমাদের সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে।পাশাপাশি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরও দায়িত্ব রয়েছে।

 

তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশকে আমাদের যে ভবিষ্যত প্রজন্ম নেতৃত্ব দেবেন।সেই ভবিষ্যত প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শুধু শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না।তাঁদের মধ্যে যেন দেশপ্রেম থাকে,মানবতাবোধ থাকে।তাহলেই তাঁরা নেতৃত্ব দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ভাঙ্গুড়ায় নব নিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

আপডেটের সময় 08:30 pm, Tuesday, 29 August 2023

স্টাফ রিপোর্টার:পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামানের সাথে ভাঙ্গুড়া উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি প্রমুখ।

 

এদিন দুপুরে প্রাথমিক শিক্ষার মান্নোয়নে উপজেলার ৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথেওমতবিনিময় করেন জেলা প্রশাসক।এসময় তিনি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।এছাড়া উপজেলার চরভাঙ্গুড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগী পরিবারগুলোর শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

সভায় জেলা প্রশাসক বলেন,সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপরিকল্পনা করেন,সেগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের।এ ক্ষেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন,‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণ’।২০৪১ সালের মধ্যে এটি আমাদের স্মার্ট বাংলাদেশ হবে।সেজন্য আমাদের সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে।পাশাপাশি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরও দায়িত্ব রয়েছে।

 

তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশকে আমাদের যে ভবিষ্যত প্রজন্ম নেতৃত্ব দেবেন।সেই ভবিষ্যত প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শুধু শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না।তাঁদের মধ্যে যেন দেশপ্রেম থাকে,মানবতাবোধ থাকে।তাহলেই তাঁরা নেতৃত্ব দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।